Vinesh Phogat Verdict : রুপো কি পাবেন ভিনেশ ফোগাত ? রায়দানে আরও সময় চাইল আদালত, কবে জানা যাবে ?

Updated : Aug 11, 2024 09:54
|
Editorji News Desk

একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন । নিশ্চিত করেছিলেন রুপোর পদক । লক্ষ্য ছিল সোনা । কিন্ত, সেই লক্ষের এত কাছে পৌঁছেও ওজন বেশি থাকার জন্য আলিম্পিক থেকে বাতিল হয়ে যায় তাঁর নাম । এখন দেশবাসীর একটাই প্রার্থনা, রুপো দেওয়া হোক কুস্তিগীর ভিনেশ ফোগাত-কে । কিন্তু, ভারতীয় অ্যাথলিটের ভাগ্য এখনও ঝুলে রয়েছে ক্রীড়া আদালতে । শনিবারও রায়দান করল না আদালত । আরও দুইদিন সময় চেয়ে নেওয়া হয়েছে আদালতের তরফে । 

৫০ কেজি ফ্রি-স্টাইলে তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া হোক, এই আবেদন জানিয়ে ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হয়েছিলেন ভিনেশ ফোগাত । শুক্রবার শুনানি পর আদালত জানায়, এই ব্যাপারে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। অলিম্পিক শেষ হওয়ার আগে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে, অলিম্পিক শেষ হচ্ছে রবিবার, ১১ অগাস্ট । মনে করা হয়েছিল, শনিবার রায় ঘোষণা করবে আদালত । কিন্তু, সেটা হল না । 

শনিবার আদালত জানিয়েছে, অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পরই ভিনেশের আবেদনের রায় দেওয়া হবে । জানা গিয়েছে, আগামী ১৩ আগস্ট, মঙ্গলবার ভিনেশ মামলার রায় বেরতে পারে । প্যারিসের স্থানীয় সময় সন্ধে ৬টা নাগাদ রায়দানের সম্ভাবনা রয়েছে ।

ভিনেশ রুপো পাবেন কি না, সেই সংশয়ের মাঝে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাকের মন্তব্য উদ্বেগ বাড়িয়েছে । ভিনেশকে যুগ্মভাবে রুপো দেওয়া হবে কি না, এই প্রশ্নের জবাবে তিনি জানান, 'না। সবকিছুর একটা নিয়ম আছে। আন্তর্জাতিক সংস্থাকে যে নিয়ম মেনে চলতে হয়। বিষয়টি ভিনেশের কাছে মোটেই সহজ নয়, তা আমরা জানি। কিন্তু, নিয়ম সকলের জন্য সমান। ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই ।' নিজের কথার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, 'খেলায় এক সেকেন্ডের হাজার ভাগ করে সিদ্ধান্ত নিতে হয়। তাই আমরা এটা বলতে পারি না যে, ১০০ গ্রাম ওজন বেশি হলে খেলতে দেব, কিন্তু, ১০২ গ্রাম বেশি হলে খেলতে দেব না ।'

তাহলে কি ভিনেশ ফোগাতের লড়াই হার মানবে অলিম্পিকের কড়া নিয়মের কাছে ? নাকি তাঁর দাবি মেনে নেওয়া হবে শেষমেশ ? আশায় বুক বেঁধেছে দেশবাসী।

Vinesh Phogat

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া