ভিনেশ ফোগাত অবসর ঘোষণা করলেন। প্যারিস অলিম্পিকের ফাইনালের মঞ্চে উঠেও প্রতিযোগিতা থেকে বাতিল হয়েছে তাঁর নাম। পদক জয়ের স্বপ্ন শেষ। দেশজুড়ে তাঁকে নিয়েই চর্চা। অলিম্পিকের ফাইনাল থেকে এভাবে ছিটকে যাওয়া মানতে পারছেন না কেউই। সংসদেও ভিনেশকে নিয়ে শাসক-বিরোধীরা সওয়াল তুলেছেন। আর লড়াই করার শক্তি নেই তাঁর। সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। লিখেছেন, কুস্তি জিতে গিয়েছে। তিনি হেরে গিয়েছেন।
মেয়েদের কুস্তিতে ৫০ কেজি বিভাগে পরপর তিনটি ম্যাচ জিতে ফাইনালে ওঠেন ভিনেশ ফোগাত। ফাইনালের আগে ১০০ গ্রাম ওজন বৃদ্ধি পায় বলে অভিযোগ ওঠে। ফাইনালের আগে তাঁর নাম বাতিল করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভিনেশ ফোগাত লেখেন, "মা, কুস্তি জিতে গিয়েছে। আমি হেরে গিয়েছি। তোমার স্বপ্ন, আমার সাহস, সব ভেঙেচুরে গিয়েছে। আর আমার ক্ষমতা নেই। কুস্তিকে বিদায়। ২০০১-২০২৪। সবার কাছে আজীবন ঋণী থাকব।"
অলিম্পিকের ফাইনালের আগে ১০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্য কোয়ালিফাই করতে পারেননি ভিনেশ ফোগাত। এই ঘটনার পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবারই সেই মামলার শুনানি। সোশ্যাল মিডিয়ায় ভিনেশ ফোগাতকে নিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিনেশের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারাও। তাঁর সতীর্থ ও প্রাক্তন কুস্তিগিররাও তাঁর পাশে দাঁড়িয়েছেন। তবে অলিম্পিকে হারের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারলেন না। অবসর ঘোষণা করে দিলেন কুস্তিগির।
জানা গিয়েছিল, ফাইনালের আগে ওজন কমানোর জন্য সারারাত অনুশীলন করেছেন ভিনেশ। এক রাতের মধ্যেই জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন। তাতে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন ভিনেশ। চিকিৎসকদের দাবি, সারারাত কসরতের জেরেই অসুস্থ হন ভারতীয় কুস্তিগির। এরপর তাঁকে প্যারিসের হাসপাতালে ভর্তি করা হয়।