ওজন বেশি হওয়ায় অলিম্পিকে কুস্তির ফাইনাল থেকে বাতিল নাম। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছেন ভিনেশ ফোগাত। রুপোর দাবি করেছেন ভারতীয় কুস্তিগির। বৃহস্পতিবারই সেই মামলার রায়। যদিও রায় ঘোষণার আগেই অবসর ঘোষণা করেছেন ভারতীয় কুস্তিগির।
ভিনেশের দাবি, মঙ্গলবার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন। তখন ওজন নিয়ে সমস্যা ছিল না। ফাইনালে না খেলতে পারায়, তাঁকে অন্তত রুপো দেওয়া উচিত তাঁকে। বৃহস্পতিবার সাড়ে ১১টা থেকে সেই মামলার শুনানি আছে।
যদি বৃহস্পতিবার আদালত ভিনেশের পক্ষে রায় দেয়, তা হলে রুপো পাওয়ার সুযোগ থাকছে। ভিনেশের অভিযোগ, তাঁর পদক কেড়ে নেওয়া হয়েছে। ক্রীড়া আদালত যদি ভিনেশের পক্ষে রায় দেয়, তিনি পদক ফিরে পাবেন। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে ভুল স্বীকার করে পদক ফিরিয়ে দিতে হবে।