প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে কুস্তির ফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছিলেন ভিনেশ ফোগাত। গত ৬ অগাস্ট প্যারিস অলিম্পিকে ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে কিউবার গুজমান লোপেজকে হারান ভিনেশ। কিন্তু ফাইনালে ওঠার পর ওজন বৃদ্ধির জন্য ডিসকোয়ালিফাই হয়ে যান ভিনেশ। অলিম্পিকে পদক জয়ের সামনে উঠেও স্বপ্নভঙ্গ হয় ভারতের। এবার দেশে ফিরে সোনার পদক পেলেন ভিনেশ। এবার ভিনেশকে সোনার পদক দিল হরিয়ানার সর্ব খাপ পঞ্চায়েত।
প্যারিস অলিম্পিকে সোনা না জিতলেও এবার ভিনেশকে নিয়ে উন্মাদনা দেখা যায়। দেশে ফিরতেই সংবর্ধনায় ভাসেন ভিনেশ। দিল্লি বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়। হরিয়ানায় নিজের বাড়ির কাছেও সংবর্ধনা পান ভিনেশ। রবিবার ভিনেশকে সংবর্ধনা দেয় হরিয়ানার সর্ব খাপ পঞ্চায়েত।
এই সংবর্ধনা অনুষ্ঠানে ভিনেশ জানিয়েছেন, "আমার লড়াই শুরু হয়নি, বরং শুরু হল। এই লড়াই মেয়েদের জন্য। যখন প্যারিসে খেলতে পারিনি, তখন ভেবেছিলেন ভাগ্য নেই আমার। দেশে ফিরে যে ভালবাসা আর সমর্থন পেলাম, তখনই ভুল ভাঙল। এই সম্মানের জন্য আজীবন ঋণী থাকব। এই সম্মান যে কোনও পদকের উপরেই।"
প্যারিস অলিম্পিকের ফাইনাল থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন ভিনেশ ফোগাত। তাঁর আবেদন বিবেচনা করে মামলা গ্রহণ করে। কিন্তু পরে তাঁর আবেদন নাকচ করে দেওয়া হয়।