প্যারিস অলিম্পিকে রেসলিংয়ে সেমিফাইনালে উঠলেন ভিনেশ ফোগাত। কোয়ার্টার ফাইনালে কুস্তির ৫০ কেজি বিভাগে ইউক্রেনের প্রতিযোগী ওকসানা লিভাখকে হারালেন তিনি। ৭-৫ স্কোরে জিতে অলিম্পিকে পদক জয়ে এক ধাপ এগিয়ে গেলেন ভিনেশ ফোগাত। আগামী ম্যাচে তাঁর প্রতিপক্ষ কিউবার প্রতিযোগী।
এদিন অলিম্পিকে প্রথম ম্যাচে ভিনেশের মুখোমুখি হয় প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের ইয়ি সুসাকি। ৫০ কেজি বিভাগের এই ম্যাচে জয়ের পর কেঁদে ফেলেন ভিনেশ ফোগাত। প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সুসাকি। এর আগে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট হারেননি তিনি। তাই এই জয় ভিনেশ ফোগাতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল।
এরপরই কোয়ার্টারফাইনালে ভিনেশ ফোগাতের প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের প্রতিযোগী ওকসানা। এই ম্যাচে প্রথম ২-০ স্কোরে এগিয়ে যান ভিনেশ। অ্যাডভান্টেজে চলে যান তিনি। তবু এত সহজে হার মানেননি ইউক্রেনের প্রতিপক্ষ। ৭-৫ ব্যবধানে জিতে শেষ চারে পৌঁছন ভিনেশ ফোগাত।
২৯ বছর বয়স। অন্য টুর্নামেন্টে সাফল্য অর্জন করলেও গত দুই অলিম্পিকে ব্যর্থ হয়েছেন ভিনেশ ফোগাত। রিও ও টোকিও তাঁকে খালি হাতেই ফিরিয়েছে। এবার প্যারিস। প্রথম থেকেই ফোকাস ভিনেশ। গত এক বছরের বেশি সময় ধরে রাজধানীতে ধর্নায় বসেছিলেন ভিনেশ ফোগাত। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তাঁরা। এবার অলিম্পিকের মঞ্চ। পদক এনেই সেই সবের জবাব দিতে চান ভিনেশ। মঙ্গলবারই রাত ১০টা ১৫ মিনিট থেকে সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবেন ভিনেশ।