ভিনেশ ফোগাতের আবেদন খারিজ করে দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। অলিম্পিকে রুপোর পদক পাচ্ছেন না ভারতীয় কুস্তিগির। ফাইনালে তাঁর ১০০ গ্রাম ওজন বেড়ে যায়। তার ফলেই বাতিল করা হয় তাঁকে। তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন। সেই মামলা এতদিন ঝুলে ছিল।
ফাইনাল থেকে বাদ পড়ার পরই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে প্রথমেই আবেদন করেন ভিনেশ ফোগাত। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন পক্ষ থেকেও কড়া নজর রাখা হয়। আগের দিন পিটি উষা জানিয়েছিলেন, ওজন বাড়ার দায় অ্যাথলিট ও তাঁর কোচের। অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায় নেই। মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু সেই রায় ঘোষণাও হয়নি। আদালত আগেই জানিয়েছিল, এই ক্ষেত্রে দ্রুত শুনানি তাঁরা করতে পারবেন না।
বুধবার অবশেষে জানা গেল ভিনেশের ভাগ্য। আন্তর্জাতিক আদালত ভিনেশের আবেদন নাকচ করে দেয়।