লড়াই এখনও শেষ হয়নি। প্যারিস অলিম্পিকে ফাইনালে উঠেও পদক ছাড়াই দেশে ফিরতে হয়েছে ভিনেশ ফোগাতকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদনও খারিজ হয়ে যায়। দেশে ফিরে বিপুল সংবর্ধনায় ভাসলেন ভিনেশ। আর জানিয়ে দিলেন, তাঁর আগামী লক্ষ্যের কথাও। এখনও অনেক লড়াই করতে চান তিনি। অবসর নিয়েও ধোঁয়াশা রাখলেন ভিনেশ।
দেশে ফেরার পর ভিনেশ ফোগাত জানিয়েছেন, "অলিম্পিক পদক এবার গভীর ক্ষত তৈরি করেছে। যা সারতে সময় লাগবে। দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। আমি এখনই কিছু বলতে পারছি না, যদি আমি সব ছেড়ে দি, বা ফের খেলি। আমাদের লড়াই শেষ হয়নি। আমি লড়াইয়ের একটা অংশ পেরিয়ে এলাম। এবার আরও বড় লড়াই বাকি। আমরা গত এক বছর ধরে যা লড়ছি, তা চলবে।"
শনিবার দিল্লি বিমানবন্দরে ভিনেশকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর তিনি হরিয়ানায় নিজের বাড়ি বালালিতে যান। ঘরে ফিরেই কাকা ও মেন্টর মহাবীর ফোগাতকে জড়িয়ে ধরতে দেখা যায় ভিনেশকে। অলিম্পিকে যেভাবে পরপর দুই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন, তার প্রশংসা করেছেন মহাবীর ফোগাত। ফাইনালে উঠেও পদক হাতছাড়া। ভিনেশের কাকা আগেই জানিয়েছিলেন, ঘরে ফিরলে চ্যাম্পিয়নের মতোই অভ্যর্থনা পাবেন ভিনেশ। দেখা হওয়ার পরই কাকাকে জড়িয়ে ধরতে দেখা যায় ভিনেশকে। ওই মুহূর্ত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
অলিম্পিকে ফাইনালে উঠেও ডিসকোয়ালিফাই হয়ে যান ভিনেশ। এরপরই অবসর ঘোষণা করেন ভারতীয় কুস্তিগির। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেও লাভ হয়নি। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে ক্রীড়া আদালত। তাই ভাল খেলে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁকে।