মেসির চোখে নাদাল। নাদালের চোখে মেসি। ইউরোপের এক পুরস্কার বিতরণীর ভোটে একে অপরে সেরা বেছে নিলেন। বিশ্ব টেনিসের স্প্যানিশ কিংয়ের কাছে আছে ২২টি গ্র্যান্ড স্লাম। আজ বিশ্ব ফুটবলের রাজকুমারের ঝুলিতে সদ্য উঠে এসেছে বিশ্বকাপ। এই পরিস্থিতিতে ইউরোপের এক ক্রীড়া ম্যাগাজিনের পুরস্কারে সেরার সেরা বিভাগে মনোনীত হয়েছেন লিও মেসি এবং রাফায়েল নাদাল। তাঁরা নিজেরাই একে অপরকে ভোট দিয়েছেন।
তবে মেসিকে প্রথম শুভেচ্ছা পাঠিয়েছিলেন নাদাল। সেখানে লিখেছিলেন, আবার বর্ষসেরা। বেশ ভাল লাগছে, তবে এবার পাল্লা দিতে হবে মেসির সঙ্গে। নাদালের এই পোস্টে আপ্লুত হন মেসিও। পাল্টা তিনি লেখেন, দারুণ ব্যাপার, তাঁর অন্যতম নায়ক, এবার প্রতিপক্ষ। অসাধারণ অনুভূতি।