হকিতে সোনা জয় ভারতের (Team India)। এশিয়া কাপ (Hockey Asia Cup) টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারাল জুনিয়র মহিলা হকি টিম। এই প্রথম জুনিয়র এশিয়া কাপ জয় ভারতের।
জাপানের কাকামিঘারায় ফাইনাল ম্যাচ ছিল। প্রথম কোয়ার্টারে গোলের মুখ খুলতে পারেনি ভারত। সেকেন্ড কোয়ার্টারে ২২ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেয় অন্নু। গোল খেয়েও হাল ছাড়েনি প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। হাফ টাইমের আগে সমতা ফেরায় তারা। তৃতীয় কোয়ার্টারে ভারতকে এগিয়ে দেন নীলম। ৪১ মিনিটে গোল করেন তিনি। একের পর এক পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি দক্ষিণ কোরিয়া।
আরও পড়ুন: আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপে কাদের বিরুদ্ধে খেলবে ভারত, সূচি ঘোষণা আইসিসি-র
মেয়েদের এই সাফল্যের পরই দলের সদস্যের জন্য় পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় হকি সংস্থা। প্রত্যেক খেলোয়াড় ২ লক্ষ টাকা পাবেন। সাপোর্ট স্টাফরা পাবেন ১ লক্ষ টাকা।