সচিন তেন্ডুলকরই (Sachin Tendulkar) পি ভি সিন্ধুকে (P.V. Sindhu) অলিম্পিক্স (Rio Olympics) জয়ের স্বপ্নে বাড়তি প্রেরণা দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন এই ব্যাডমিন্টন তারকা। তিনি বলেন, কমনওয়েলথের সাফল্যের পর মাস্টার ব্লাস্টার তাঁকে অলিম্পিক্সে পদক জয়ের জন্য উৎসাহ দেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিন্ধুকে জিজ্ঞেস করা হয়, সচিন তেন্ডুলকরের থেকে গাড়ি উপহার পাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? সেই স্মৃতিচারণ করতে গিয়ে সিন্ধু বলেন, ২০১৪ সালে কমনওয়েলথে (Commonwealth Games) সোনা। তাঁর সাফল্যের পর শুভেচ্ছা জানাতে তাঁকে ব্যাক্তিগত ভাবে ফোন করেন সচিন।
সিন্ধুর কথায়, 'উনি শুভেচ্ছা জানানোর পর বলেছিলেন, ২০১৬ সালে রিও অলিম্পিক্সে যদি আমি পদক জিততে পারি, তবে উনি আবার আমাকে একটি গাড়ি উপহার দেবেন। দু'বছর পর আমি যখন অলিপিক্সে পদক জিতলাম, উনি নিজে উপস্থিত হয়ে আমার হাতে উপহার তুলে দেন।'
আরও পড়ুন: করোনা আক্রান্ত মহম্মদ শামি, ছিটকে গেলে অস্ট্রেলিয়া সিরিজ থেকে
এরপরেই সিন্ধু জানান, সচিনের কাছে তিনি কৃতজ্ঞ, কারণ তাঁর ওই পুরস্কার দেওয়ার কথায় তিনি অলিপিক্সে পদক জেতার বাড়তি উৎসাহ পেয়েছিলেন। কারণ গাড়ি ভালোবাসেন এই ব্যাডমিন্টন তারকা।