একদিনের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি পাকিস্তানের। এশিয়া কাপে ভারতীয় দল পাকিস্তানে না গেলে এমনটাই হবে বলে জানান খোদ পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। উল্লেখ্য, মঙ্গলবার বোর্ডের বার্ষিক সভায় ২০২৩ এশিয়া কাপে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না যাওয়ার কথা জানান বোর্ড সচিব জয় শাহ।
মঙ্গলবার জয় বলেন, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। এর পাশপাশি কোনও নিরপেক্ষ দেশে এশিয়া কাপ আয়োজনের দাবি তোলেন অমিত-পুত্র। জয় শাহের এহেন মন্তব্যের পর থেকেই ফুটছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, ‘‘পিসিবি কঠোর সিদ্ধান্ত নিতে তৈরি হচ্ছে। কঠিন ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে।" মূলত, আইসিসি এবং এসিসির প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থাকে। বহু দলীয় এই প্রতিযোগিতাগুলিতে পাকিস্তান-ভারত খেলা না হলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে সংস্থাগুলি। যা কোভিড-পরবর্তী সময়ে মোটেই সুসংবাদ নয় তাদের কাছে।
আরও পড়ুন- Asia Cup 2023: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবেন না বিরাট-রোহিতরা, সাফ জানালেন বোর্ড সচিব জয় শাহ
উল্লেখ্য, ২০০৮ সালে শেষবার পাকিস্তানে সফরে যায় ভারতীয় দল। পাকিস্তানও শেষবার ভারত সফরে আসে ২০১২ সালে। তারপর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন, সীমান্ত সমস্যার জেরে বন্ধ রয়েছে দুই দেশের মাটিতে ভারত-পাক ম্যাচ।