২০১২ সালের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি৷ দীর্ঘ ১৩ বছর পর, আগামী বছর তৃতীয় কোনও দেশের মাটিতে সিরিজ খেলতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআই-কে এমন প্রস্তাব দেওয়া হতে পারে।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি-র চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতের সঙ্গে সিরিজ নিয়ে খুবই আগ্রহী। শ্রীলঙ্কায় আইসিসির বৈঠক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এই প্রস্তাব দিতে পারেন তিনি৷ বিসিসিআই-এর পক্ষে ওই বৈঠকে উপস্থিত থাকবেন সচিব জয় শাহ্।
আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারত সেখানে গিয়ে খেলতে নারাজ। ফলে টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরতে পারে৷ গত বছর এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে যায়নি ভারত। টিম ইন্ডিয়া খেলেছিল শ্রীলঙ্কায়। পাক বোর্ড অবশ্য চায় ভারত পাকিস্তানে খেলুক। লাহোরে সব ম্যাচ করতে চায় পিসিবি।