Paris Olympic: 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এর উদ্বোধন! গোটা প্যারিস শহরটাই যেন আস্ত স্টেডিয়াম

Updated : Jul 18, 2024 06:33
|
Editorji News Desk

ইতিহাস গড়তে চলেছে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রথম অলিম্পিকের উদ্বোধন কোনও একটি স্টেডিয়ামে হবে না৷ হবে প্যারিসের বুক চিরে বয়ে চলা সেইন নদীতে৷ অসংখ্য নৌকার এক বিরাট বহর দুই শতাধিক অ্যাথলিটকে নিয়ে আসবে নদীপথ দিয়ে। নদীর দুদিক থেকে লক্ষ লক্ষ মানুষ দেখবেন সেই দৃশ্য। অলিম্পিক সংগঠনী কমিটির প্রধান টনি এস্তানগুই বলেছেন, গোটা প্যারিস শহরটাই হয়ে উঠবে অলিম্পিক স্টেডিয়াম। 

ফরাসী দৈনিক লে মন্ডে জানিয়েছে, ৮০ থেকে ১০০টি সুসজ্জিত নৌকা সেইনের বুকে ৬ কিলোমিটার জলপথ অতিক্রম করবে। পেরবে ১৮টি ব্রিজ। নৌকাগুলিতে থাকবে অলিম্পিকে অংশ নেওয়া ২০৬টি দেশের প্রতিনিধিরা। এই নৌ যাত্রা শেষ হবে আইফেল টাওয়ার থেকে ঢিল ছোড়া দূরত্বে।

আইফেল টাওয়ারের একদম কাছেই নবনির্মিত স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স পার্কে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে। অলিম্পিকের রীতি মেনেই হবে উদ্বোধন। বক্তৃতা করবেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় ৩ হাজার শিল্পী। আরও যে ঠিক কী কী হবে, সবটুকু ভাঙতে চাইছেন না আয়োজকরা৷ অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরেও৷ প্যারিস নগরীর এমন একটিও ব্রিজ থাকবে না, যেখানে কোনও নৃত্যশিল্পী পারফর্ম করবেন না। এই সবকিছু সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব, অভিনেতা ও পরিচালক থমাস জলিকে।

লক্ষ লক্ষ মানুষ যাতে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন, তার জন্য প্রচুর টিকিটের ব্যবস্থা করা হয়েছে৷ সেইন নদীর ধার থেকে নৌবহর দেখার জন্য রয়েছে ৩ লক্ষ ২৬ হাজার টিকিট। ২ লক্ষ ২২ হাজার ফ্রি টিকিট বিলি করা হবে। এছাড়াও 
রয়েছে ৯০ থেকে ২৭০০ ইউরোর টিকিট। শহরজুড়ে বসছে ৮টি জায়ান্ট স্ক্রিন।

গোটা শহর জুড়ে অনুষ্ঠান, ফলে নিরাপত্তার কড়াকড়িও বিপুল। নানা দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন, অ্যাথলেটরা তো আছেনই। তাই প্ল্যান বি এবং সি-ও তৈরি আছে৷ তবে যদি প্রথম পরিকল্পনা মেনেই উদ্বোধনী অনুষ্ঠান হয়, তাহলে চোখ কপালে উঠবে বিশ্ববাসীর।

Paris 2024

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!