অলিম্পিক হকির সেমিফাইনালে জার্মানির কাছে ২-৩ ব্যবধানে পরাজিত হল ভারতীয় হকি দল। অধরা থেকে গেল সোনা বা রূপো জেতার স্বপ্ন৷ কিন্তু এখনও ব্রোঞ্জ জেতা সম্ভব। বৃহস্পতিবার স্পেনকে হারাতে পারলেই ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরবেন পি আর শ্রীজেসরা।
প্যারিস অলিম্পিকের পরেই অবসর নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন শ্রীজেশ। তাঁর বিদায়লগ্নটি স্মরণীয় করে রাখতে সোনা জিততে মরিয়া ছিলেন হরমনপ্রীত সিংহ, হার্দিক সিংহ, মনপ্রীত সিংহেরা। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তাঁরা।
সেমিফাইনালে দারুণ শুরু করেছিল ভারতীয় দল। ঝড় তুলছিল আক্রমণে। শুরুতেই একাধিক পেনাল্টি কর্নারও আদায় করে নেন ভারতীয়রা। তারই একটি থেকে ৭ মিনিটে ভারতকে এগিয়ে দেন হার্দিক সিংহ। কিন্তু তার পর থেকেই চাপ বাড়ায় জার্মানি৷ ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান গঞ্জালো পিলেট। ২৭ মিনিটে আরও একটি গোল।
ম্যাচের তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপায় ভারত। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নারে হরমনপ্রীতের ফ্লিকে স্টিক ছুঁইয়ে সমতা ফেরান সুখজিৎ সিংহ। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ৫৪ মিনিটে ফের জার্মানিকে এগিয়ে দেন মার্কো। সেই গোল আর শোধ করতে পারেনি ভারত৷ ম্যাচের শেষ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু দারুণ সেভ করেন জার্মান গোলরক্ষক।