প্যারিস অলিম্পিকের ফাইনাল খেতে পারবেন না ভিনেশ ফোগাত । সোনা-র স্বপ্ন ভেঙে চুরমার । এদিকে, অলিম্পিক থেকে বাতিল হওয়ার পরই হাসপাতালে ভিনেশ ফোগাত । জানা গিয়েছে, ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভারতীয় ক্রীড়াবিদ । ফাইনালে নামার আগে ওজন কমানোর জন্য রাতভর ওয়ার্ক-আউট করেছিলেন । তার জেরেই কি অসুস্থ হয়ে পড়েছেন ভিনেশ ? এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে । উল্লেখ্য, বুধবার মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে নামার কথা ছিল ভিনেশের । কিন্তু, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় প্রতিযোগিতা থেকে বাদ হয়ে যান ।
সূত্রের খবর, অলিম্পিক ভিলেজের পলিক্লিনিকে রয়েছেন ভিনেশ ফোগাত । সেখানেই তিনি বিশ্রাম নিচ্ছেন । আপাতত তিনি স্থিতিশীল বলে জানা গিয়েছে ।
জানা গিয়েছে, পুরো প্রতিযোগিতা থেকেই বাদ হয়ে গিয়েছেন ভিনেশ । সেক্ষেত্রে তিনি কোনও রুপো পাবেন না । অলিম্পিকের নিয়ম অনুযায়ী, মহিলাদের ৫০ কেজি বিভাগে কেউ রুপো পাবেন না । লড়াই হবে শুধু ব্রোঞ্জের জন্য । এদিকে ফাইনাল ম্যাচ না খেলেই সোনা নিশ্চিত করেছে আমেরিকা । আর অলিম্পিকে এত ভাল পারফর্ম করেও, সেমিফাইনালে অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়ে দিয়েও । অথচ, সেই ভিনেশ ফোগাতের নাম থাকবে সবার নীচে । নিয়ম অনুযায়ী, দেখানো হবে বিনেশ সকলের নীচে শেষ করেছেন ।
ভিনেশ বাদ পড়তেই, সেই ইস্যুতে উত্তাল সংসদ । গোটা ঘটনায় ষড়যন্ত্র দেখছেন বিরোধীরা । অন্যদিকে, ভিনেশকে সান্ত্বনা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী ।