Vinesh Phogat 2024: অলিম্পিকের প্রথম পর্বে বিশ্বের এক নম্বরকে হারিয়ে মিরাক্যল ঘটানো ভিনেশের স্বপ্নভঙ্গের ধাক্কা সামলে উঠতে পারেনি গোটা দেশ। তবে আশার কথা, অলিম্পিক থেকে ভিনেশকে বাতিল ঘোষণার পরেও মুছে যায়নি তাঁর রুপো জয়ের আশা। বরং নতুন করে বুক বাঁধছে ১৪০ কোটি ভারতীয়। শুক্রবার সকালে চূড়ান্ত রায়দান আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। জাতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে প্যারিসের স্থানীয় সময় সকাল ৯ টা, ভারতীয় সময় দুপুর সাড়ে ১২ টায় শুনানি শুরু। আবার ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী প্যারিসের সময় সকাল ১০ টায় শুনানি।
মঙ্গলবার পরপর তিনটি ম্যাচ কোয়ালিফাই করে প্রথম ভারতীয় কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে ওঠেন ২৯ বছরের ভিনেশ ফোগত। কিন্তু বুধবার ৫০ কেজি ফ্রি স্টাইলে নামার আগে ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি আসায় তাঁকে বাতিল করে অলিম্পিক কমিটি। নিশ্চিত রুপোও হাতছাড়া হয়ে যায়। অলিম্পিক কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন ভিনেশ। বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হলেও ভারতের পক্ষ থেকে ভিনেশের হয়ে লড়তে আইনজীবী নিয়োগের সময় চাওয়া হলে তা মঞ্জুর করে আদালত। ভারত সরকার আইনজীবী হরিশ সালভেকে নিয়োগ করেছে। আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে অনেক মামলা লড়েছেন তিনি।
বিনেশ বাতিল হওয়ার পরেই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (ইউডব্লিউডব্লিউ) সভাপতি নেনাদ লালোভিচ নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছিলেন, যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। কিন্তু নিয়ম তো নিয়মই। এই মন্তব্য শুনে ক্রীড়াবিদদের অনেকেই বলছেন, অলিম্পিক কর্তৃপক্ষের নিয়মই বহাল থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবু ভারতবাসী এক মিরাক্যলের অপেক্ষায়, এক ম্যাজিকের অপেক্ষায়, যে ম্যাজিক আমাদের বিশ্বাস করতে শিখিয়েছে, যে প্রতিদ্বন্দীকে গত এক দশকে ৮০ টি ম্যাচে হারানো যায়নি, ম্যাচের শেষ ২০ সেকেন্ডে সেই ইতিহাসকে মুছে নতুন রূপকথা রচনা করা রাজকন্যার নাম ভিনেশ ফোগত।