মাত্র ৪৫ সেকেন্ডে শেষ হয়ে গেল প্যারিস অলিম্পিকের মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টেরওয়েটের শেষ ষোলোর ম্যাচ। আলজেরিয়ার ইমানে খেলিফের কাছে হেরে রিং ছেড়ে বেরিয়ে গেলেন ইটালির অ্যাঞ্জেলা কারিনি। তারপরেই জ্বলে উঠল বিতর্কের আগুন, যার কেন্দ্রে আলজেরিয়ার জয়ী বক্সার। বিতর্কের তীব্রতা এতটাই যে, মুখ খুলেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
কেন বিতর্ক আলজেরিয়ার বক্সারকে নিয়ে? ইমানে খেলিফ গত বছর লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। যার জেরে ২০২৩ সালে বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার মেডেলের ম্যাচের আগে তাঁকে বহিষ্কার করা হয়। নিয়ম অনুযায়ী, XY ক্রোমোজোমের অ্যাথলিটরা মহিলাদের প্রতিযোগিতায় নামতে পারেন না৷ খালিফকে এই যুক্তিতেই বাদ দেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলিফকে ছাড়পত্র দেয়। তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ইটালির বক্সার অ্যাঞ্জেলা। কাঁদতে কাঁদতে রিং ছাড়েন তিনি৷ অ্যাঞ্জেলা বলেন, "আমি দীর্ঘদিন সততার সঙ্গে দেশের হয়ে খেলেছি। কিন্তু কিন্তু এবার আমি পারলাম না৷ দ্বিতীয় আঘাতের পরেই রিং ছাড়তে বাধ্য হই।"
ম্যাচের পরে ইটালির প্রধানমন্ত্রী মন্তব্য করেন, "আমি মনে করি যাদের জিনে পুরুষের বৈশিষ্ট্য রয়েছে, তাঁদের মহিলাদের প্রতিযোগিতায় নামতে দেওয়া উচিত নয়।" সোস্যাল মিডিয়াতেও অনেকের অভিযোগ, আলজেরিয়ার বক্সারকে নারীদের বক্সিংয়ে নামার ছাড়পত্র দেওয়াটাই ভুল হয়েছে।