অলিম্পিকের ফাইনালে উঠলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগট। অর্থাৎ অন্ততপক্ষে অলিম্পিকের রৌপ্যপদক নিশ্চিত করলেন তিনি৷ কিউবার রেসলার গুজম্যান লোপেজকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভিনেশ। কিন্তু তাঁর স্বপ্ন সোনা জেতার। সেমিফাইনালে জেতার পর ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি৷ কাঁদতে কাঁদতে মাকে কথা দেন, সোনা জিতেই দেশে ফিরবেন তিনি।
প্যারিস অলিম্পিকে প্রথম থেকেই অসাধারণ পারফর্ম করছেন ভিনেশ। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকি-র বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে ২-০ জিতে চমকে দিয়েছিলেন তিনি। সুসাকি এর আগে কখনও কোনও আন্তর্জাতিক কুস্তি ম্যাচে হারেননি। টানা ৮০টা ম্যাচে অপরাজিত ছিলেন৷ কিন্তু তাঁকে হারতে হয় ভারতীয় কুস্তিগিরের কাছে। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকাসা লিভাচ-কে হারিয়ে পদক নিশ্চিত করেন ফোগট। এবার সেমিফাইনালে উড়িয়ে দিলেন কিউবান প্রতিপক্ষকে। এখন তাঁর নজর একটাই- ফাইনালে জিতে স্বর্ণপদক নিশ্চিত করা। যদি কোনও কারণে সোনা না-ও পান, রৌপ্যপদক নিশ্চিত। তাও তো কম গৌরবের নয়!
প্যারিস অলিম্পিকে ভারতের মুখ উজ্জ্বল করেছেন ভিনেশ ফোগট। চোট সারিয়ে ফিরে এসে অলিম্পিকের মঞ্চে তুলে ধরেছেন ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। কিন্তু তাঁর অলিম্পিকে নামা হবে কি না তা নিয়েই ছিল প্রভূত সংশয়।বিজেপি-র প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হওয়া অন্যতম প্রতিবাদী মুখ ছিকেন ভিনেশ। তার জন্য গেরুয়া শিবিরের কটাক্ষেরও শিকার হতে হয়েছে তাঁকে। কিন্ত অলিম্পিকের মঞ্চে অসাধারণ পারফর্ম করে সেই ভিনেশই গর্বিত করল ভারতকে।