প্যারিস অলিম্পিক্স শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন । তার আগে অলিম্পিয়ানদের পাশে থাকার বার্তা দিয়ে বড় ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ । ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সাড়ে ৮ কোটি টাকা দিচ্ছে বিসিসিআই । এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন জয় শাহ ।
এক্স হ্যান্ডেলে বিসিসিআই সচিব লেখেন,'আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এটা ঘোষণা করার জন্য যে ভারতীয় ক্রিকেট বোর্ড আমাদের দেশের অ্যাথলিটদের অলিম্পিক্সে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে । প্যারিস অলিম্পিক্সের জন্য আমরা ৮.৫ কোটি টাকা দিতে চলেছি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে । অলিম্পিক্সে ভারতের সকল প্রতিনিধিদের শুভেচ্ছা । ভারতকে গর্বিত কর, জয় হিন্দ। '
জানা গিয়েছে, প্যারিস অলিম্পিক্সে ভারতীয় প্রতিযোগীদের যাতে কোন অসুবিধা না হয় ও অ্যাসোসিয়েশনের দৈনন্দিন কাজ পরিচালনাতেও যাতে কোনও সমস্যা তৈরি না হয়, সেকথা মাথায় রেখেই অর্থ প্রদান করছে বিসিসিআই ।
দেশ-বিদেশ থেকে ১০ হাজার ৫০০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করতে চলেছেন প্যারিস অলিম্পিক্সে। ভারত থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন ১১৩ জন। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা । ভারতে বসে প্রিয় ক্রীড়াবিদ পিভি সিন্ধু, নীরজ চোপড়া, মনু ভাকেরদের লড়াই দেখার সুযোগ দিচ্ছে জিও সিনেমা। তাও সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও স্পোর্টস ১৮ নেটওয়ার্কের স্পোর্টস চ্যানেলেও দেখা যাবে অলিম্পিক্স।