বছরের শেষটায় দুঃসংবাদ। ফুটবলের মুকুটহীন সম্রাটের চিরবিদায়। ঠিক দু'বছর আগে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। তখনই গুরুতর অসুস্থ ফুটবল সম্রাট পেলে। দু'দশকের অনুজ মারাদোনার বিদায় সংবাদ জেনে সোশ্যাল মিডিয়ায় এক লাইনের মর্মস্পর্শী বার্তা দিয়েছিলেন । লিখেছিলেন, 'একদিন আমরা একসঙ্গে ফুটবল খেলব স্বর্গের নন্দনকাননে।'
স্বর্গের নন্দনকাননে কি দেখা হবে দুই ম্যাজিশিয়ানের? তাঁরা কি খেলবেন একই টিমে? নাকি একে অন্যের বিপক্ষে? দূর আকাশের তারারা সাক্ষী থাকবে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে চলা দিয়েগোর, যাঁর জন্য প্রতিপক্ষের বক্সে অপেক্ষারত পেলে? বিজ্ঞান বলে, তেমন কিছু হয় না, কিন্তু ফুটবলে সব কিছুই হয়।
Pele Death Reaction: চিরঘুমে পেলে, কী বললেন মেসি-নেইমার-এমব্যাপেরা?
ফুটবল ঠিক জীবনের মতো। হয়তো কখনও তার চেয়েও বেশি৷ ফুটবল রোম্যান্টিকের কল্পনা হয়তো তৈরি করে নিতে পারে এমনই কল্পদৃশ্য। কে শ্রেষ্ঠ - পেলে না মারাদোনা- এই তর্কের আঁচে নিজেকে পুড়িয়েছে গোটা ফুটবল দুনিয়া। আজ দু'জনেই চলে গিয়েছেন ধরাছোঁয়ার বাইরে৷ অনন্ত নক্ষত্রলোকে তাঁরা কি প্রতিপক্ষ, নাকি কাঁধে কাধ রেখে একই দলে? উত্তর আসে না, তবু আজীবন সে উত্তরই খুঁজে চলা।