বিশ্বকাপ জয় অধরাই, তাতে কী? ফুটবল জীবনের এক অন্য ইনিংস শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার সিআর৭-কে স্বাগত জানাল সৌদি আরবের আল-নাসের ক্লাব। এমনকী শুধু ক্রিশ্চিয়ানোর কথা মাথায় রেখে ঢেলে সাজানো হচ্ছে সৌদি আরবকে। রিয়াধের আল মুহম্মাদিয়াতে বিলাসবহুল আটটি শয়নকক্ষের বিশাল ম্যানসনে রাখার ব্যবস্থা করা হয়েছে রোনাল্ডোকে। ব্যক্তিগত সুইমিং পুল-আন্তর্জাতিক মানের স্কুল- চোখ ধাঁধানো রেস্তোরাঁ, ক্লিনিক-শপিং মল-জিম সবই থাকছে রোনাল্ডোর বাড়ির কম্পাউন্ডে।
Winter Meme: বছরের শুরুতেই শীতের বাড়বাড়ন্ত! ‘হাড় কাঁপা ঠান্ডায় মিমের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া
ইওরোপের জলবায়ুতে অভ্যস্ত রোনাল্ডোর সৌদিতে থাকতে কোনওরকম অসুবিধে যাতে না হয়, তার দেখভালের দিকে কড়া- নজরদারি চালাচ্ছেন স্বয়ং সৌদির রাজপুত্র।
রিয়াধের আল মুহম্মাদিয়াতে সপরিবার থাকবেন রোনাল্ডো। যেখানে রয়েছে সৌদি আরবের একাধিক সেরা রেস্তঁরা ও নাইট ক্লাব। আল নাসেরের ২৫ হাজার দর্শকাসনের স্টেডিয়ামের খুব কাছেই সি আর সেভেনের থাকার ব্যবস্থা করা হয়েছে। পর্তুগাল মহাতারকার সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা হবে কাছের আন্তর্জাতিক স্কুলে।
রিয়াধে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তীব্র গরম-মরুঝড়, আটকাতেই পাম গাছ দিয়ে মরুভূমি ঘেরা হয়েছে। জানা গিয়েছে, পুরো পরিকল্পনাই সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিল সলমের মস্তিষ্কপ্রসূত।