মাত্র ১৮ বছর বয়সে দাবা বিশ্বকাপে রানার্স হয়ে গোটা দেশকে গর্বিত করেছেন আর প্রজ্ঞানন্দ (R Praggnanandha)। সেই সাফল্যের স্বীকৃতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ৭ নম্বর লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে তরুণ গ্র্যান্ডমাস্টার এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী।
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আজ এক বিশেষ অতিথিকে পেয়েছিলাম। প্রজ্ঞানন্দ ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আমি অত্যন্ত আনন্দিত।' মোদী লিখেছেন, 'প্রজ্ঞানন্দর সাফল্য উদাহরণ তৈরি করেছে। প্রজ্ঞানন্দ প্রমাণ করেছেন, ভারতের তরুণরা যে কোনও ক্ষেত্রে জয়ী হতে পারেন। তোমার জন্য গর্বিত।'
দাবা বিশ্বকাপ চলাকালীন একাধিকবার প্রজ্ঞানন্দর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ এই তরুণ প্রতিভার সঙ্গে কথা বলেন তিনি। প্রজ্ঞানন্দও প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন।