সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় এক প্রতিবন্ধীর ট্রাইসাইকেল ঠেলে নিয়ে যাচ্ছেন এক যুবক। ওই যুবকের পরিচয় জানতে পেরেই তাঁকে কুর্নিশ জানায় নেট দুনিয়া। তিনি এটিকে মোহনবাগানের ডিফেন্ডার প্রীতম কোটাল। শুধু বাগান ভক্তরাই নয়। ভারতীয় ডিফেন্ডারের এই কাজে আপ্লুত লাল-হলুদ, সাদা-কালো সব ফুটবল সমর্থকরাও।
প্রীতম জানিয়েছেন, ঘটনাটি বেশ কয়েকদিন আগের। তিনি জিম করে অফিসের দিকে যাচ্ছিলেন। সেই সময় দেখেন ডানলপ ব্রিজের কাছে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি নিজের ট্রাইসাইকেল নিজেই কষ্ট করে ঠেলছেন। তাঁর সেই ট্রাইসাইকেলের সামনের চাকা ভাঙা ছিল। তা দেখতে পেয়েই গাড়ি থামান প্রীতম। গাড়ি থেকে নেমে ওই ব্যক্তির ট্রাইসাইকেল ঠেলে সাহায্যে করেন প্রীতম। এমনকি তা সারানোর ব্যবস্থাও করে দেন। প্রীতমের কথায়, তাঁর জায়গায় যে কেউ থাকলে একই কাজ করত।
আরও পড়ুন: প্লেটলেট নয় কমছে অক্সিজেন, ডেঙ্গির নয়া স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন মেয়র ফিরহাদ হাকিম
প্রীতম জানান, কোনা এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে ওই ব্যক্তির বাড়ি। ডানলপের কাছে একটি কাজে এসেছিলেন তিনি। সেই সময়েই তাঁর ট্রাইসাইকেলের সামনের চাকা ভেঙে যায়। সেই অবস্থায় কোনও মতে ট্রাইসাইকেল কষ্ট করে ঠেলে রাস্তা দিয়ে ফিরছিলেন। তখনই প্রীতম তাঁকে দেখতে পান। প্রীতমের মতো তারকা ফুটবলার রাস্তায় নেমে এই কাজ করছেন! তা দেখে ফুটবলারকে কুর্নিশ করে নেটমাধ্যম।