রঞ্জি ট্রফির ম্যাচে মাত্র ৩৮৩ বলে অবিশ্বাস্য ৩৭৯ রান করে রেকর্ড করেছেন। গুয়াহাটিতে ট্রিপল সেঞ্চুরি করার সময়ে তিনি ৪৯টি চার এবং চারটি ছক্কা মেরেছেন। একের পর এক সাফল্যের পরেও জাতীয় দলে জায়গা হয়নি পৃথ্বী শ-এর। খেলার সমস্ত ফর্ম্যাটে ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি।
বারবার টিম ইন্ডিয়া স্কোয়াড থেকে বাদ পড়ার পরে, তাঁকে নিয়ে নানা মন্তব্য করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ডও হতে হয়েছে তাঁকে, এবার সে সব নিয়ে মুখ খুললেন পৃথ্বী শ।
পৃথ্বী জানিয়েছেন, যতক্ষণ নিজে পারফর্ম করছেন, শৃঙ্খলাবদ্ধ একটা জীবন যাপন করছেন মাঠের ভেতরে এবং বাইরে, জীবনের প্রতি সৎ থাকছেন, তাঁর সম্পর্কে কে কী লিখছেন, কী ভাবছেন, তোয়াক্কা করেন না তিনি। নিজে ঠিক থাকলে সোশ্যাল মিডিয়ার কোনও আলচনাই তাঁকে বিচলিত করে না, জানিয়েছেন পৃথ্বী।