পৃথ্বী শ'-এর দুরন্ত কামব্যাক । প্রায় ৬ মাস পর মাঠে ফিরেই সোজা ১০০ । এর আগে বাংলার বিরুদ্ধে কামব্যাক ম্যাচে সেরকম রান পাননি পৃথ্বী শ'। তবে,রায়পুরে ছত্তিশগড় বনাম মুম্বই ম্যাচে এল সাফল্য । সেঞ্চুরি করলেন পৃথ্বী শ' । তবে শুধু ১০০ করে থামেননি । ১৮৫ বলে ১৫৯ রান করেন তিনি ।
অজিঙ্ক রাহানের নেতৃত্বে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বই । ওপেনিং করেন পৃথ্বী শ' ও ভুপেন লালওয়ানি । প্রথম ইনিংসেই অর্ধশতরান পূরণ করে ফেলেন পৃথ্বী । ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৪৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি । তারপর ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০২ বলে শতরান পূর্ণ করেন ।
চায়ের বিরতির ঠিক পরেই আউট হয়ে যান পৃথ্বী। ১৮৫ বলে ১৫৯ রান করেন । প্রতিবেদনটি লেখা পর্যন্ত, ছত্তিশগড়ের বিরুদ্ধে মুম্ইয়ের স্কোর এক উইকেটে ২৭৬ । ভাল খেলছেন ভুপেনও ।