দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। জাতীয় দলে ডাক না পাওয়া নিয়ে হতাশ ওপেনার পৃথ্বী শ।
মিড ডে পত্রিকাকে পৃথ্বী জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে রান করা সত্ত্বেও তিনি সুযোগ পাননি তিনি। তবে তাঁর বিশ্বাস, একদিন ঠিক জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন তিনি। নির্বাচকরা একদিন তাঁর প্রতি আস্থা দেখাবেন।
আরও পড়ুন: হাফসেঞ্চুরি শেফালির, বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে ঘুরে দাঁড়াল ভারত
জাতীয় দলে খেলার জন্য ফিটনেস লেভেল আরও ভাল থাকা দরকার। পৃথ্বী জানান, তিনি সেই ফিটনেস লেভেল ধরে রাখার চেষ্টা করছেন। ইন্ডিয়া-এ বা ঘরোয়া ম্যাচে সেই প্রস্তুতি নিয়েই নামছেন বলে জানান তিনি। সম্প্রতি দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে দুটি ম্যাচে পরপর সেঞ্চুরি করেছেন। ইন্ডিয়া-এ টিমের হয়ে ৪৪ বলে ৭৭ রান করেছেন তিনি।