সময়টা ভালো যাচ্ছে না কিলিয়ান এমআাপের। দু'মিনিটের মধ্যে জোড়া পেনাল্টি মিস করলেন তিনি৷ খানিকক্ষণ পরে চোট পেয়ে মাঠও ছাড়তে হল পিএসজির তারকা ফুটবলারকে। সেই ম্যাচেই নিজে গোল করে এবং সতীর্থকে গোলের পাস বাড়িয়ে নায়ক লিওনেল মেসি৷
মঁপেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততে অবশ্য অসুবিধা হয়নি পিএসজির৷ খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি পায় তাঁরা৷ বিশ্বকাপে পেনাল্টি থেকে তিনটি গোল করা এমবাপে শট নিতে যান৷ কিন্তু ফরাসী তারকার মারা শট বাঁচিয়ে দেন মঁপেলিয়ারের গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে। তা সত্ত্বেও আরেকটি সুযোগ চলে আসে তাঁর কাছে। এমবাপে পেনাল্টি নেওয়ার আগেই বিপক্ষ ফুটবলাররা বক্সে ঢুকে পড়েছিলেন৷ ফলে এমবাপেকে আরও এক বার পেনাল্টি কিক নিতে বলেন রেফারি। দ্বিতীয় বারেও তাঁর শট পোস্টে লেগে ফেরে। ফিরতি বলে শট নেন এমবাপে। কিন্তু সেই শটও বারের উপর দিয়ে চলে যায়।
এমবাপের মতো ফুটবলারের জন্য নিঃসন্দেহে দিনটি খারাপ ছিল। বেশিক্ষণ খেলতেও পারেননি
২১ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। কিন্তু শেষে ত্রাণকর্তা হয়ে ওঠেন লিও মেসিই।৫৫ মিনিটে তাঁর পাস থেকে গোল করেন রুইজ়। ৭২ মিনিটের মাথায় নিজেই গোল করে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মহাতারকা।
৮৯ মিনিটের মঁপেলিয়ারের হয়ে একটি গোল শোধ করেন নরডিন। তবে তাতে জিততে সমস্যা হয়নি প্যারিসের। অতিরিক্ত সময়ে আশরফ হাকিমির পাস থেকে গোল করেন এমিরি। ৩-১ জিতে মাঠ ছাড়েন মেসিরা। এই ম্যাচে খেলেননি পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার।