ব্যাডমিন্টন ছাড়া কোনওদিন কিছু ভাবেন না তিনি । কোর্টে সাফল্য পেতে গেলে কী করতে হয় জানেন । কিন্তু, ব্যক্তিগত জীবন ? ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু কি সিঙ্গল নাকি, তাঁর জীবনেও আছে ভালবাসার মানুষ ? সম্প্রতি, একটি ইউটিউব চ্যানেলে এমনই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন ব্যাডমিন্টন তারকা । প্রশ্নের উত্তরে সিন্ধু কী বলেছেন জানেন ?
রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে সিন্ধু জানান, তিনি সিঙ্গল । লাইফ পার্টনার তিনিও চান । তবে, এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার । যখন হওয়ার, তখন হবে। সিন্ধু কি কখনও কাউকে ডেটও করেননি ? না, শুধু খেলাতেই মন দিয়েছেন তারকা খেলোয়াড় । এই মুহূর্তে তাঁর কাছে ব্যাডমিন্টনই সব। তাঁর একমাত্র লক্ষ্য অলিম্পিক।
ইতিমধ্যেই অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন সিন্ধু । তবে, তার মধ্যেও তাঁকে ভাবাচ্ছে তাঁর চোট । কিন্তু, সব প্রতিকূলতা পেরিয়ে এবার অলিম্পিকে জিততে মরিয়া সিন্ধু ।