লিওনেল আন্দ্রেস মেসি। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের পর ফুটবলপ্রেমীদের সব প্রত্যাশা ভিড় করেছিল মেসির ঘাড়েই। রবিবার রাত সেই প্রত্যাশাপূরণের রাত। মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের মূল স্রোতে ফিরেছে লিওর দল আর্জেন্টিনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেসিদের নাচের ভিডিয়ো।
ভারতীয় সময় রাত সাড়ে তিনটে। টুইটারে তখন তিনটে ট্রেন্ড। লিওনেল মেসি, GOAT আর What A Goal। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মেসির গোলের ভিডিয়ো হু হু করে ছড়িয়ে পড়ে। পাশাপাশি সামনে আসে আরও এক ভিডিয়ো। যেখানে ড্রেসিংরুমে সামিল হয়েছেন ম্যাচের সেরা মেসি। সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে তুমুল সেলিব্রেশনে মাততেও দেখা যায় মেসিকে। সাজঘরে সকলে সুর মিলিয়েছেন একই গানে। খুলে ফেলেছেন নিজেদের জার্সি।
কেউ টেবিলের উপর দাঁড়িয়ে, কেউ মাটিতে দাঁড়িয়ে। কেউ আবার গানের সঙ্গে দেওয়ালে চাপড় মেরে তাল রাখলেন। সকলেই নাচছেন। মনের আনন্দে নাচের সঙ্গে গলা মিলিয়ে গানও গাইছেন। জার্সি খুলে উদ্দাম নাচে মেতেছেন স্বয়ং মেসিও। ৯০ মিনিট খেলার পরে সাজঘরে আরও ১ ঘন্টা বিজয়উৎসবে মেতেছিলেন তাঁর। যার কিছু ঝলক দেখে চোখ জুড়িয়েছে ফুটবলপ্রেমীদের।
শুধু সাজঘরে নয়। বাইরেও সেলিব্রেশন একই রকমের। মেসিদের মেক্সিকোর বিরুদ্ধে খেলা দ্বিতীয় ম্যাচে গ্যালারিতে ছিলেন মেসির স্ত্রী এবং তিন ছেলে। এদিন আর্জেন্টিনার জয়ের পর কার্যত উচ্ছ্বাস দেখা যায় মেসির স্ত্রী আন্তেলিনা রকুজোর চোখে মুখেও। দল জেতার পর গ্যালারিতে দাঁড়িয়ে তিন ছেলের সঙ্গে ছবি তোলেন তিনি। যে ছবিতে দেখাই যাচ্ছে মেসির ম্যাজিক কতটা মুগ্ধ করেছে তাঁর পরিবারকেও।