চলছে ফুটবলের মহারণ। ৩২টি দেশ নিয়ে কাতারে (Qatar World Cup) অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালের বিশ্বকাপ। একে একে রিটার্ন টিকিট কেটে ফেলেছে ২৮টি দেশ। ট্রফির (World Cup Final) দৌড়ে এখন লড়াই করছে মাত্র চারটি দেশ।
সেমিফাইনালের চারটি দেশের মধ্যে রয়েছে গত বারের চ্য়াম্পিয়ন ফ্রান্স France) আর রার্নাস ক্রোয়েশিয়া (Croatia)। নেইমারদের 'হেক্সা' মিশনের স্বপ্ন ভঙ্গ হলেও সেরা চারে রয়েছে লিওর আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও প্রত্যাবর্তন করেছেন তারা। আর পর্তুগালকে হারিয়ে শেষ চারে জায়গা ছিনিয়ে নিয়েছে মরক্কো। শুধু পর্তুগাল নয় শেষ চারে উঠে আসার জন্য স্পেনকেও পরাজিত করেছে তারা।
গত বার বিশ্বকাপে গ্রুপ স্টেজে ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। গত বার বিশ্বকাপে নিজেদের হেরে যাওয়ার বদলা নিতে পারলে তবেই ট্রফির দিকে আরও ধাপ এগনোর সুযোগ পাবেন মেসি, ডি-পলরা। কিন্তু ২০১৮ বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া যে মোটেই সহজ প্রতিপক্ষ নয় তা জানে নীল-সাদা ব্রিগেড। কিন্তু সেই বাধা পেরিয়ে মেসির শেষ বিশ্বকাপ ট্রফি জিতে স্মরণীয় করে রাখতে মরিয়া আর্জেন্টিনা।
আরও পড়ুন- 'আমার কাছে তুমি সর্বকালের সেরা',রোনাল্ডোর জন্য লিখলেন বিরাট কোহলি
অন্যদিকে, চোটের কারণে বেঞ্জেমা,পল পোগবা এবং কান্তেকে ছাড়াই খেলতে নেমেছিল ফ্রান্স। কিন্তু এমবাপে এবং জিরোর যুগলবন্দি চমকে দিয়েছে ফুটবলপ্রেমীদের। ফলে, শেষ চারে পৌঁছতে কোনও সমস্যা হয়নি ফ্রান্সের। আর এই ফ্রান্সেরই মুখোমুখি হবে মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান টিম মরক্কো যারা সেমিফাইনালে খেলবেন। গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নকে আরও একবার হারিয়ে তারা সেমিফাইনালের গন্ডি পেরিয়ে ফাইনালে পৌঁছবেন কি না এখন তা দেখার জন্যই মুখিয়ে রয়েছে ফুটবলবিশ্ব।