প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হেরে গিয়েছিল আর্জেন্টিনা (Argentina)। সেই সময় অনেকেই আশঙ্কা করেছিল তাহলে কি আর বিশ্বকাপ হাতে লিয়োনেল মেসিকে (Messi) দেখা যাবে না? সেই অনিশ্চিয়তার মধ্যেই লড়াই করে ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে আর্জেন্টিনা।
অনিশ্চয়তায় ভরা কাতার বিশ্বকাপ (Qatar Worrld Cup 2022) থেকে একে একে ব্রাজিল, (Brazil) পর্তুগাল (Portugal) বিদায় নিলেও লড়াইয়ের ময়দানে নিজেকে টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা। শুধু মেসি নয় গোটা দলটা ধীরে ধীরে স্বপ্নপুরণের লক্ষ্যে এগিয়ে গিয়েছে।
সামনে রয়েছে আর দুটি ম্যাচ। এই ম্যাচ দু'টি জিততে পারলেই কাতার থেকে স্বপ্নের কাপ নিয়ে দেশে ফিরতে পারবেন মেসি। ছিয়াশিতে দিয়েগো মারাদোনা কাপ দিয়েছিলেন দেশকে। সেই শেষ। মেসি এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের ময়দানে নেমেছেন। কিন্তু এখনও অধরাই রয়ে গিয়েছে বিশ্বকাপ। এটাই শেষ সুযোগ মেসির।
আরও পড়ুন- শীর্ষে এমবাপে, গোল্ডেন বুটে লড়াই মেসি-জিরুর
পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে আর্জেন্টিনা। কিন্তু ক্রোয়েশিয়া মোটেই সহজ প্রতিপক্ষ নয়। তবে, স্বপ্নের দৌড়ে থেমে নেই মেসিরা। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর রয়েছে ওই নীল-সাদা জার্সিধারীরদের দিকে। কারণ স্বপ্নের দুরত্ব আর মাত্র দুটো ম্যাচ...