বিশ্বকাপে নামার দু'দিন আগেই ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। ফলে, ক্রিশ্চিয়ানো এখন কোন দলে যাবেন তা নিয়েই চলছে চর্চা। এর মাঝেই শুরু হয়েছে মেসির (Lionel Messi) দলবদলের গুঞ্জন। ব্রিটেনের 'দা টাইমস' পত্রিকার সূত্রে খবর,মরসুমের মাঝেই ফ্রান্সের দল পিএসজি (PSG) ছেড়ে আমেরিকার ইন্টার মিয়ামিতে (Inter Miami) যোগ দিতে পারেন লিও। অর্থাৎ পরের বছর মেজার লিগ সকারে (Major Leauge soccer) দেখা যেতে পারে আর্জেন্টিনার (Argentina) অধিনায়ককে।
মেসির সঙ্গে ফ্রান্সের ক্লাব পিএসজির চুক্তি রয়েছে এই মরসুম পর্যন্ত। এরপর দু'পক্ষ চাইলে তা আরও এক বছর বাড়ানো যেতে পারে। আর সেটা না হলে মরসুমের মাঝেই ক্লাব ছাড়তে পারেন মেসি। মনে করা হচ্ছে, বিপুল অর্থে মেসিকে কিনতে পারে নিয়মি। সূত্রের খবর, ইতিমধ্যেই মেসির সঙ্গে কথা বলেছেন মিয়ামি দলের প্রেসিডেন্ট পার লটন এবং অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিডের জন্যই মেসি মিয়ামিতে যোগ দিতে পারেন বলেই জানিয়েছে ওই ব্রিটিশ সংবাদ মাধ্যম।
যদিও অন্য এক সূত্র বলছে, মেসিকে আরও এক বছর রেখে দেওয়ার চেষ্টা করতে পারে পিএসজি। তবে, মেসি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। আপাতত মেসির লক্ষ্য শুধুই বিশ্বকাপ। কারণ সম্ভবত এটাই লিওর শেষ বিশ্বকাপ। তার উপর প্রথম ম্যাচে হেরে কার্যত পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা।
আরও পড়ুন- বিশ্বকাপের মূল স্রোতে আর্জেন্টিনা, সাজঘরে মেসিদের সেলিব্রেশন
যদিও রবিবার সেই হারের বদলা নিয়েছেন নীল-সাদা জার্সিরা। মেসির পা থেকেই এসেছে আর্জেন্টিনার প্রথম গোল। মেক্সিকোর সঙ্গে দ্বিতীয় ম্যাচ জেতার পর মেসি সাংবাদিকদের জানিয়েছেন, এখনও লক্ষ্য অনেক দূরে। আর সেই কারণেই মনে করা হচ্ছে, ২০২৩ সালের আগে দল বদলের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন না মেসি।