হাতে আর কয়েক দিন। আর তারপরেই শুরু হচ্ছে ফুটবলের উৎসব। কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপে খেলা দেখতে যাবেন প্রায় ১২ লক্ষ ফুটবলপ্রেমী। কিন্তু দেশ হিসেবে কাতার একটু রক্ষণশীল বলেই পরিচিত। সেই কারণে মধ্যপ্রাচ্যের এই দেশটির কিছু আদব কায়দা জেনে রাখা জরুরী।
যদিও বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকে কাতার প্রশাসন ফুটবল প্রেমীদের জন্য বেশ কিছু কঠোর নিয়ম কানুন স্থিতিশীল করার কথা জানিয়েছে। তবুও বিশেষ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই শ্রেয়।
কোনও অজানা দেশে গেলে প্রথমেই জেনে নেওয়া ভালো সে দেশের সৌজন্য বিনিময়ের নিয়ম। কাতারে কারও সঙ্গে সৌজন্য বিনিময়ের ক্ষেত্রে করমর্দন না করাই ভালো। বয়সে বড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করার ক্ষেত্রে দাড়ানো বাধ্যতামূলক।
কাতারের মহিলাদের সঙ্গে সৌজন্য বিনিময়ের ক্ষেত্রে করমর্দন না করাই ভালো। কারণ কাতারের অধিকাংশ মহিলায় পুরুষের স্পর্শ এড়িয়ে চলেন।বরং ওই মহিলার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা উচিত। তিনি আগ্রহ দেখালে তবেই হাত বাড়ানো শ্রেয়। তার বদলে নিজের ডান হাত হৃৎপিণ্ডের উপরে রাখতে পারেন। কারণ এভাবেও সৌজন্য নিয়ম বিনিময়ের রীতি রয়েছে সে দেশে।
বান্ধবী বা স্ত্রীকে নিয়ে বিশ্বকাপ দেখতে গেলে রাস্তায় তাঁকে জড়িয়ে না ধরাই ভালো। হাত ধরতে পারেন। কিন্তু প্রকাশ্যে চুমু একেবারেই নয়। কারণ মধ্যপ্রাচ্যের এই দেশে প্রকাশ্য চুম্বন অপরাধ।
সে দেশের বেশিরভাগ লোক স্থানীয় ভাষা ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করেন। ফলে ইংরেজিতে ছাড়াও কয়েকটি প্রয়োজনীয় স্থানীয় শব্দ শিখে নিলে আপনারই সুবিধা হবে।