ফের বিশ্বকাপ ফাইনাল (Qatar world Cup Final) হোক। ফাইনালে হারের এক সপ্তাহের মধ্যেই এমনই দাবি ফ্রান্সের (France) সমর্থকদের।
গত রবিবার ফাইনালে ম্যাচের ২৩ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় আর্জেন্টিনা। জন্যই ফের ফাইনালের দাবী জানানো হয়েছে। ইতিমধ্যেই এই দাবিতে ফরাসি সমর্থকদের (France Supporter) থেকে সই সংগ্রহ করে পিটিশন ফাইল করা হয়েছে। জানা গিয়েছে, পিটিশনে ইতিমধ্যেই সই করেছে প্রায় দু'লক্ষ মানুষ। সংখ্যাটি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা (Argentina)। ফাইনাল ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর ফের বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনা তিনটি গোল করে। দেশের হয়ে দুটি গোল করেন অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)।
আরও পড়ুন - শরীরে বিশ্বকাপের ট্যাটু আঁকালেন ডি মারিয়া, শেয়ার করলেন সেই ছবি
লিও-র প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সমর্থকদের দাবি, মেসি যে পেনাল্টি থেকে গোল করেছে সেটি পেনাল্টি ছিল না। প্লে অ্যাকটিং করেছিলেন এঞ্জেলো ডি মারিয়া।