রবিবার বিশ্বকাপের মেগা ফাইনাল। কাতারে জমকালো সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছে ফিফা। লুসাইল স্টেডিয়ামে ৮৮ হাজার দর্শকের সামনে পারফরম্যান্স করবেন ডেভিডো, নোরা ফতেহি, জিমস, ওজুনার মতো তারকারা। থাকবেন বলকিস, রাহমা রিয়াদ ও মানাল।
নাইট টু রিমেম্বার বলে একটি মিউজিক ভিডিয়ো করা হবে। যেখানে ফিফার অফিসিয়াল গানগুলির ম্যাশ-আপ থাকবে। গান ও কবিতার মাধ্যমে বিশ্বের সব ফুটবলপ্রেমীদেরও শ্রদ্ধা জানাবে ফিফা। এবার বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের সঙ্গে স্মরণীয় মুহূর্তগুলিও তুলে ধরা হবে। সেই ভিডিয়োতে দেখা যেতে পারে শাকিরা ও জেনেফার লোপেজকেও।
আরও পড়ুন- ৩ দেশের ১৬টি শহরে বসবে বিশ্বকাপের আসর, প্রথমবার আয়োজক কানাডা, জানাল ফিফা
ফাইনালের দিন দুপুর ২টো থেকে লুসাইলে ঢুকতে পারবেন দর্শকরা। বিকেল ৪.৩০ থেকে এই সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়েছে যাবে।