Qatar World Cup Mexico vs Argentina: আজ লুসাইলেই মেক্সিকোর বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নামছে আর্জেন্তিনা

Updated : Dec 02, 2022 12:41
|
Editorji News Desk

সৌদি আরবের কাছে অভাবিত হারের পর গ্রুপ সি'তে মেক্সিকোর বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ খেলতে নামছে আর্জেন্তিনা। চাপ এতটাই যে, মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটিকে 'বিশ্বকাপ ফাইনাল' বলে অভিহিত করেছেন আর্জেন্তিনার (Argentina) গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। 

লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে মহাবিপর্যয়ের ম্যাচটির পর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপের (Qatar World Cup 2022) শেষ ৬'টি ম্যাচের মধ্যে ৪'টি-তেই হেরে গিয়েছে আর্জেন্তিনা। জয় মাত্র একটিতে। ড্র একটিতে। সৌদির কাছে ম্যাচে হারের পর টানা ৩৬'টি আন্তর্জাতিক ম্যাচে জয়ের পর পরাজয়ের মুখ দেখল আর্জেন্তিনা।

পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে যে, সেই একই স্টেডিয়ামে নামার আগে অ্যাস্টন ভিলার গোলকিপারের মন্তব্যতেই আঁচ পাওয়া যাচ্ছে আর্জেন্তিনা (Argentina) শিবিরের।

আরও পড়ুন: ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে মর্যাদা রক্ষার লড়াই আমেরিকার 

যদিও, ইতিহাস বলছে, আর্জেন্তিনা বনাম মেক্সিকোর ম্যাচে বরাবরই ফেভারিট হিসেবে শুরু করেছে লিওনেল মেসির দেশ। মেক্সিকোর বিরুদ্ধে শেষ ১০'টি ম্যাচে অপরাজিত আর্জেন্তিনা। শুধু তাই নয়, এর আগে বিশ্বকাপের (Qatar World Cup 2022) মূলপর্বে আর্জেন্তিনার বিরুদ্ধে কোনও ম্যাচেই জিততে পারেনি মেক্সিকো।

বিশ্বকাপে গোল করাটাই এখন মেক্সিকোর (Mexico) মূল লক্ষ্য। বস্তুত, তাদের শেষ তিনটে আন্তর্জাতিক ম্যাচে একটি গোলও করতে পারেনি মেক্সিকো। ওই ম্যাচগুলির মধ্যে রয়েছে বিশ্বকাপে পোল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচও। 

মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার ৩৭ বছর বয়সি ওচোয়ার শেষ বিশ্বকাপ কাতারে। ১৯৮৬ সালের পর মেক্সিকো (Mexico) কখনও বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডের বাধা পেরোতে পারেনি। সেই বছর নিজেদের দেশে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। 

তবে, পরিস্থিতি যেমনই হোক, পরিসংখ্যান আর্জেন্তিনারই পক্ষে। অ-ইউরোপীয় দেশগুলির সঙ্গে টানা ১৩'টা ম্যাচ জেতার পর সৌদির কাছে থেমে গিয়েছিল আর্জেন্তিনার বিজয়রথ। বিশ্বকাপে কখনও অ-ইউরোপীয় দেশের কাছে পরপর দুটো ম্যাচে হারেনি আর্জেন্তিনা। মেক্সিকোর বিরুদ্ধে সেই ট্র্যাডিশনে কোনও বদল আসবে না মনে করেই আশায় বুক বেঁধেছেন সমর্থকরা।

QatarFifa world cup 2022ArgentinaMexico

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?