গত ফেব্রুয়ারির পর ফের জুন। আরও একবার বিশ্বের এক নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেনকে (R Pragganandhaa) হারিয়ে দিল ভারতের প্রজ্ঞানন্দ (R Pragganandhaa)। অনলাইন র্যাপিড দাবা (Chess) প্রতিযোগিতা চেজেবল মাস্টার্সের পঞ্চম রাউন্ডে শুক্রবার কার্লসেনকে হারায় প্রজ্ঞানন্দ।
এদিন প্রজ্ঞানন্দ কালো ঘুঁটি নিয়ে খেলে। খেলার ৪০তম চালে কার্লসেন একটি ভুল করেন, আর সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রজ্ঞানন্দ কিস্তিমাত করে। তবে ম্যাচে হেরে গিয়েও কার্লসেন দ্বিতীয় স্থানে রয়েছেন। টুর্নামেন্টে তাঁর নকআউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত।
Smriti Mandhana ICC Best Cricketer: আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটারের খেতাব জয় স্মৃতি মান্ধানার
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রজ্ঞানন্দ এয়ারথিংস মাস্টার্সে প্রথম বার কার্লসেনকে হারিয়েছিল। আবারও সে বিশ্বের এক নম্বরকে হারিয়ে বিশ্বকে চমকে দিল।