ফরাসি ওপেনের ইতিহাসে এই প্রথম ঘটল এমন অঘটন! লাল-মাটির কোর্টে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ১৪ বার ফরাসি ওপেন জেতা স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। প্রথম রাউন্ডে আলেকাজান্ডার জেরেভের কাছে হার।
দীর্ঘ সময় ধরেই চোট-আঘাতে ভুগতে থাকা রাফায়েল আবার ফিরছেন, এই খবরেই উচ্ছ্বাসে ভাসছিল প্যারিস। রাফার প্র্যাক্টিসেও ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। তবে সেই আনন্দ এত ক্ষণস্থায়ী হবে, ভাবতেও পারেননি কেউ। ফরাসি ওপেনে খুব সম্ভবত এটাই ছিল নাদালের শেষবার অংশগ্রহণ। আগামী মরশুমে তাঁকে কোর্টে দেখা যাবে কিনা, সে-ই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
জার্মানির আলেকজান্ডার জেরেভের কাছে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ব্যবধানে হারলেন নাদাল