শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) থাকা নিয়ে সংশয়। বুধবার রাহুল দ্রাবিড় নিজের পঞ্চাশতম জন্মদিনে অসুস্থ হয়ে পড়েন। তাঁর রক্তচাপ বেড়ে যায়। যে কারণে শুক্রবার, ভারত ও শ্রীলঙ্কা (India-Sri lanka) শিবির কলকাতা ছাড়ার আগেই শহর ছেড়েছেন দ্রাবিড়। শুক্রবার ভোর ৪টের বিমান ধরে বেঙ্গালুরু (Bengaluru) উড়ে গিয়েছেন তিনি। দ্রাবিড়ের বাড়ি ফিরে যাওয়ার কারণেই তাঁর ম্যাচে থাকা নিয়ে শুরু হয়েছে সংশয়।
টিম সূত্রে খবর, বুধবার রাতে বাইপাসের ধারে টিম ইন্ডিয়ার হোটেলে কেক কেটে জন্মদিন পালন হয় 'দ্য ওয়াল'-এর। দলের সব ক্রিকেটার মিলে বার্থ-ডে ক্যারল গান। অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েন দ্রাবিড়। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে দলের পক্ষ থেকে রক্তচাপ পরীক্ষা-সহ একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। রাতেই জরুরি ভিত্তিতে কয়েকটি ওষুধ লাগবে বলে জানানো হয় সিএবি-কে।
আরও পড়ুন- দুর্ধর্ষ প্রত্যাবর্তন, ৬ পয়েন্ট পেয়ে রঞ্জিতে অপরাজিত মনোজরা
অসুস্থতার কারণে রাহুল দ্রাবিড়কে বিশ্রাম নিতে বলা হলেও, বৃহস্পতিবার ভারতীয় দলের সঙ্গেই ইডেনে পৌঁছন তিনি। আগামী ১৫ জানুয়ারি পরের ম্যাচটি রয়েছে। মনে করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত নাও থাকতে পারেন তিরুঅনন্তপুরমের মাঠে।