কী হবে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে? বৃষ্টিতে কি গোটা দিন খেলা হবে? এই নিয়েই সংশয়ী ওয়াকিবহালমহল। ম্যাচ জিততে গেলে অজিদের করতে হবে আরও ১৭৪ রান। হাতে রয়েছে ৭ উইকেট। অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকেই এজবাস্টনের আকাশের মুখ গোমড়া। সকাল ১১টা থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে তা স্পিথদের ক্ষেত্রে খুবই সমস্যার পরিস্থিতি তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, চলতি টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির জন্য ম্যাচ অনেকটা সময় ধরে স্থগিত ছিল। যে কারণে চতুর্থ দিনে অতিরিক্ত সময় খেলা হয়। যদিও, বৃষ্টির পূর্বাভাস ছিল চতুর্থ দিনেও।
পঞ্চম দিনে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। মেঘলা আকাশ থাকবে। অর্থাৎ বল সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে। যা বিপদে ফেলে দিতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটারদের।