রঞ্জির নক আউটে ওঠার রাস্তা বাংলার জন্য কঠিন হয়ে পড়েছে । এরই মধ্যে শুক্রবার কেরলের বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলা । টসে জিতে ব্যাট করছে কেরল । তবে, কেরলের বিরুদ্ধে বাংলা দলে প্রথম একাদশে এসেছে একাধিক বদল । শুক্রবারের ম্যাচে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার ঈশান পোড়েল । দলে ফিরেছেন অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপরা ।
ঈশান পোড়েলের জায়গায় দলে এসেছেন সূরজ সিন্ধু জয়সওয়াল । আপাতত দুই পেসারকে নিয়ে খেলছে বাংলা । সূরজের সঙ্গে রয়েছেন আকাশ দীপ । বাংলা দলে একাধিক বদল হয়েছে । ঈশান পোড়েলের পাশাপাশি দুই তরুণ ওপেনার সৌরভ পাল এবং শ্রেয়াংশ ঘোষ বাদ পড়েছেন । ম্যাচে অভিষেক হয়েছে রণজ্যোত সিংহ খয়রার । ভারতের হয়ে খেলার পর এবার বাংলা-তে ফিরেছেন অভিমন্যু ঈশ্বরণ, আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ ।
বাংলা দলে প্রায় নিয়মিত খেলেছেন ঈশান । অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলে নজর কেড়েছিলেন তিনি । কিন্তু, শেষপর্যন্ত অভিজ্ঞ পেসারকে বাদ পড়তে হল । মুম্বইয়ের বিরুদ্ধে লাইন, লেংথ ঠিক না রাখার জন্যই শাস্তির মুখে পড়েছেন তিনি ।