আমেরিকার ফ্র্যাঞ্চাইজি দাবা লিগে টিম কিনলেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক দাবা সংস্থা এবং টেক মাহিন্দ্রার উদ্যোগ গত বছর থেকে শুরু হয়ে এই লিগ। ছ’টি ফ্র্যাঞ্চাইজি টিম রয়েছে। আগামী ৩-১২ অক্টোবর লন্ডনে হবে লিগের দ্বিতীয় সংস্করণ। মোট ৬টি টিম রয়েছে লিগের। তার মধ্যে আমেরিকান গাম্বিতসের সহযোগী কর্ণধার হলেন ভারতীয় তারকা স্পিনার।
সংবাদসংস্থা পিটিআই-কে অশ্বিন জানিয়েছেন, দাবার দুনিয়ায় আমেরিকান গাম্বিতসকে আনতে পেরে তিনি উচ্ছ্বসিত। পরিকল্পিনা, তাগিদ, দায়বদ্ধতা নিয়েই টুর্নামেন্টে খেলবেন তাঁরা। এই খেলাকে আরও আকর্ষণীয়, জনপ্রিয় করে তোলাই লক্ষ্য হবে। একজন সহযোগী কর্ণধার হিসেবে একটা দুর্দান্ত সফরের সাক্ষী থাকতে চান অশ্বিন। টিমকে সবরকম ভাবে সহযোগিতা করতে চান৷
ভারতের টেস্ট টিমের নিয়মিত সদস্য অশ্বিনের কাঁধে চেন্নাই সুপার কিংস ক্রিকেট অ্যাকাডেমির সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে চুটিয়ে খেলছেন আইপিএল। এসবের মাঝেই নিলেন নতুন দায়িত্ব।