ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্সের জের। যশপ্রীত বুমরাকে সরিয়ে আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গেলেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত টেস্টে এক নম্বর স্থানে ছিলেন ভারতের তারকা অফস্পিনার। মার্চে এসে পুনরায় শীর্ষস্থান দখল করে নিলেন অশ্বিন। টেস্টে ৫০০ উইকেট দখল এবং ১০০-তম টেস্ট খেলার পর ফের অশ্বিনের মুকুটে নতুন পালক। শততম টেস্টে ৯ উইকেট পেয়ে টেস্ট বোলারদের তালিকায় নিজের স্থান আরও পোক্ত করলেন তিনি।
অশ্বিন শীর্ষে পৌঁছে যাওয়ায় দ্বিতীয় স্থানে চলে এলেন বুমরা। ২০১৫ সালে প্রথম বার টেস্টে আইসিসি'র ক্রমতালিকায় শীর্ষে উঠেছিলেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় ৪-১ ব্যবধানে জেতার নেপথ্যে বড় ভূমিকা নেন ভারতীয় স্পিনার। ২৬টি উইকেট তুলে নেন তিনি এই সিরিজে। দু’টি ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি।