অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিনের খেলা উচিত বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী শুক্রবার থেকে পার্থে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফিতে একে অপরের মুখোমুখি হওয়ার আগে রীতিমতো তেতে আছে টিম ইন্ডিয়া ও অজিরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে 'হোয়াইটওয়াশ' হওয়ার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগে আগেই দলের মধ্যে একাধিক চোট-আঘাতের ঘটনায় রীতিমতো বিব্রত হয়ে রয়েছেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। আর, ঠিক এই সময়েই ফের উঠে এল গত এক যুগে তর্কযোগ্যভাবে ভারতীয় দলের শ্রেষ্ঠ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নাম।
পার্থের পিচ চিরকালই ফাস্ট বোলারদের 'স্বর্গ'। আর, ঐতিহাসিকভাবেই স্পিনারদের 'বধ্যভূমি'। যে কারণে, প্রথম এগারোয় রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে মাত্র একজন স্পিনারই খেলবেন বলে মনে করা হচ্ছে। সেই একজনই রবিচন্দ্রন অশ্বিন। অন্তত, এমনটাই চাইছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভের মতে, এমন মহা গুরুত্বপূর্ণ সিরিজে এই ৩৮ বছর বয়সী ভারতীয় স্পিনারকে না খেলানোর কোনও 'যুক্তি' নেই।
তিনি বলেন, "এই নিয়ে কোনও বিতর্ক থাকাই উচিত না। অশ্বিনকে খেলাতেই হবে। অশ্বিন টিম ইন্ডিয়ার সেরা স্পিনার। এমন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে নিজেদের সেরা স্পিনারকে মাঠের বাইরে বসিয়ে রাখার কোনও অর্থ হয় না। এছাড়া, আরও একটি ব্যাপার আছে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপে একাধিক বাঁ-হাতি ব্যাটার রয়েছে। তাই, স্পিনার হিসেবে ভারতীয় দলে অশ্বিনের অন্তর্ভুক্তিও সেখানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আমি নিশ্চিত"।
উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির শুরুর আগেই বিতর্কের বাতাবরণ।
এই সফর শুরুর আগে থেকেই জল্পনা বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কি না ? অস্ট্রেলিয়া যাওয়ার আগে সেই জল্পনার উপর থেকে পর্দা তুললেন গুরু গম্ভীর। জানিয়ে দিলেন পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা। ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্ট তিনি খেলতে পারবেন না বলে বোর্ডকে চিঠি লিখেছিলেন রোহিত।
দেশ ছাড়ার আগে ভারতের কোচ জানিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন না রোহিত। তিনি আপাতত অস্ট্রেলিয়া যাচ্ছেন না। দ্বিতীয় টেস্টের আগে তিনি ঠিক সে দেশে চলে যাবেন। একইসঙ্গে গম্ভীর জানিয়েছেন, প্রথম টেস্টে রোহিতের জায়গায় ওপেনার হিসাবে দেখা যাবে লোকেশ রাহুলকে।
১৯৯১ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। শেষবার পাঁচ ম্যাচের সিরিজে ভারত হেরেছিল ৪-০ ফলে। সিডনিতে একটি ম্যাচ ড্র হয়েছিল। তখন অবশ্য বর্ডার-গাভাসকর ট্রফি ছিল না। তিন দশক পর বদলে যাওয়া পার্থ থেকে শুরু ভারতের মিশন অস্ট্রেলিয়া।
এখানেও লক্ষ্য থাকবে চার-শূন্যে সিরিজ জেতা। না-হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না ভারত। যা আরও চিন্তার গুরু গম্ভীরের কাছে।