২০১৭ সালের ২৩ এপ্রিল। আইপিএলের (IPL) ইতিহাসে সর্বনিম্ন স্কোর করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেই ম্যাচে রান তাড়া করতে নেমে মাত্র ৪৯ রানের মধ্যে অল আউট হয়ে যায় বিরাট কোহলির (Virat Kohli) দল। ঠিক ৫ বছর বাদে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি!
সানরাইজার্সের হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মুখ থুবরে পড়ল আরসিবি। ১৬.১ ওভারে মাত্র ৬৮ রানে শেষ হয়ে গেল তাঁদের ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েল ও সুয়াস প্রভুদেশাই ছাড়া আরসিবি'র আর কোনও ব্যাটারই দু'অঙ্কের রান করতে পারলেন না।
আরও পড়ুন: একা চেষ্টা করেও পারলেন না রাসেল, গুজরাটের কাছে ৮ রানে হারল কলকাতা
দুর্ধর্ষ বল করলেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ইয়র্কার বিশেষজ্ঞ মার্কো জ্যানসন ও টি নটরাজন। দুজনেই ৩'টি করে উইকেট নিলেন। এই ম্য়াচেও শূন্য় বিরাট। সঙ্গী এবার সবচেয়ে বেশি ফর্মে থাকা দীনেশ কার্তিক।
প্রসঙ্গত, আইপিএলের (IPL) ইতিহাসে প্রথম দশটি সর্বনিম্ন রানের তালিকায় আরসিবি'র নাম রয়েছে ৪ বার! ২০১৯ সালে চেন্নাই সুপার কিংস ও ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ৭০ রানে শেষ হয়ে গিয়েছিল তাঁদের ইনিংস। শনিবাসরীয় সন্ধের ওয়াংখেড়েতেও ফের সেই লজ্জার মুখোমুখি হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।