ইডেন গার্ডেন্সে একাধিক নজির তৈরি হল শুক্রবার। ওইদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল পঞ্জাব। প্রথমে ব্যাট করে ২৬১ রান তোলে শাহরুখের টিম। জবাবে সেই রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় পঞ্জাব। ২৬২ রান করে তাড়া।
অতীতে এত রান তাড়া করতে নেমে কোনও দল জেতেনি। সেকারণে চলতি IPL এ এই রান রেটের ছোঁয়ার রেকর্ড গড়ল পঞ্জাব।
কলকাতা পঞ্জাব ম্যাচে মোট ৪২টি ছয় রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচ।
২০২০ সালে রাজস্থান শারজায় ২২৪ তাড়া করে জিতেছিল এই পঞ্জাবের বিরুদ্ধে। এ বছর ইডেনে কিছু দিন আগে এই রাজস্থানই ২২৪ রান তাড়া করে জিতেছিল কলকাতার বিরুদ্ধে। ২৬১ রানের টার্গেট সর্বোচ্চ।
এবছর হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫৪৯ রান হয়েছিল। গতকালের ম্যাচে সর্বাধিক টার্গেট ছিল ৫২৩।