কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১৫টি কার্ড দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন স্পেনের রেফারি মাতেউ লাহোজ। তারপর লা লিগার ম্যাচেও তাঁর ঘনঘন কার্ড দেখানো নিয়ে বিতর্ক বেড়েছিল। সমালোচনার মুখে পড়ে অবসর নিতে চলেছেন লাহোজ। স্পেনের এক সংবাদমাধ্যম তেমনটাই বলছে।
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে মোট ১৪টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড দেখিয়েছিলেন লাহোজ। মেসিকেও হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি। মাঠেই লাহোজের সঙ্গে তর্ক হয়েছিল লিও মেসির। চরম সমালোচনার মুখে সেমিফাইনালের আগেই দেশে ফেরত পাঠানো হয়েছিল তাঁকে।
দেশে ফিরে লা লিগার ম্যাচেও গুচ্ছের হলুদ, লাল কার্ড দেখান মাতেউ। বার বার তাঁর সঙ্গে বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছিল ফুটবলারদের।একটার পর একটা বিতর্কের মুখেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লাহোজ।