আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাম্প্রতিক অতীতে যে দুই ভারতীয় ব্যাটসম্যান সবথেকে ভুগিয়েছেন অস্ট্রেলিয়াকে, সেই বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্রুত ফেরানোই লক্ষ্য হবে অজিদের। এমনটাই মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং।
আইসিসি রিভিউতে রিকি পন্টিং বলেন, কোহলি এবং পুজারাই হবেন 'ক্যাঙারু'-দের মূল টার্গেট!
'অতীতে বহুবার অস্ট্রেলিয়ার কাছে 'কাঁটা' হয়ে উঠেছিলেন চেতেশ্বর পুজারা। আমি নিশ্চিত ওঁকে তাড়াতাড়ি সাজঘরে ফেরাতে চাইবেনই অজি বোলাররা। অস্ট্রেলিয়ার পিচে অস্ট্রেলিয়ার বোলারদের খেলা যেমন চ্যালেঞ্জ, তার থেকে কিছু কম চ্যালেঞ্জ নয় পুজারাকে আউট করা', মনে করেন পন্টিং।
তিনি তার সঙ্গে যোগ করেন, বিরাট তাঁকে জানিয়েছেন যে, তিনি ফর্মে ফিরে আসছেন ক্রমে। বিরাট ফর্মে থাকলে অস্ট্রেলিয়ার কপালে যে ভাঁজ পড়ার সমূহ সম্ভাবনা, তা নিয়ে একপ্রকার নিশ্চিত প্রাক্তন অজি অধিনায়ক।