কেকেআর-এর মতোই ভারতীয় দলেরও ক্রমে নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠছেন রিঙ্কু সিং। সেন্ট জর্জ পার্কের গেকেরবারহা'তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে বিশাল ছক্কা মেরে মিডিয়া বক্সের কাচই ভেঙে দিলেন এই তরুণ ক্রিকেটার। ভারতের হয়ে আন্তর্জাতিক টি২০ খেলতে নেমে সপ্তম ইনিংসেই প্রথম অর্ধশতরান করলেন তিনি। তাঁর ৩৯ বলের ৬৮ রানের ঝকঝকে ইনিংস দেখে মুগ্ধ দর্শক সহ ক্রিকেট বিশেষজ্ঞরাও। রিঙ্কু ম্যাচের পর জানিয়েছেন, তিনি ঘুণাক্ষরেও জানতেন না তাঁর মারা ছয়ে ভেঙে গিয়েছে কাচ।
বিসিসিআই-এর পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে সেই কথা বলেনও তিনি। ইনিংস শেষ করে ড্রেসিংরুমে ফেরার পর টিমমেটদের কাছ থেকে এই ঘটনার কথা জানতে পেরেছিলেন তিনি। রিঙ্কু বলেন, ‘আমি ছয় মেরেছিলাম, তাতে যে কাচ ভেঙে গিয়েছিল, তা আমি একেবারেই বুঝতেই পারিনি। আমাকে না জানালে জানতেও পারতাম না ঘটনার কথা। কাচ ভাঙার জন্য ক্ষমা চাইছি।’