দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে (India vs South Africa 2022) চোটের জন্য বাদ পড়লেন লোকেশ রাহুল (K L Rahul)। তাঁর বদলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ (Rishabh Pant Indian Cricketer)। বিসিসিআইয়ের (BCCI) সূত্রে জানানো হয়েছে যে, চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন রাহুল। কুলদীপ যাদবও একই কারণে বাদ পড়েছেন।
বিসিসিআইয়ের এক কর্তা সংবাদমাধ্য়মকে বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন লোকেশ রাহুল। তাঁর বদলে ঋষভ পন্থ নেতৃত্ব দেবেন।’’দলের হয়ে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ইশান কিশন ওপেন করবেন এই সিরিজে। সহ-অধিনায়ক থাকছেন হার্দিক পাণ্ড্য।
KKR to build cricket stadium : কেকেআর-এর নতুন উদ্যোগ, আমেরিকায় ক্রিকেট স্টেডিয়াম বানাচ্ছেন শাহরুখরা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বৃহস্পতিবার থেকে শুরু হবে সেই সিরিজ। প্রথম ম্যাচ হবে দিল্লিতে। দ্বিতীয় ম্যাচ ১২ জুন। সেই ম্যাচটি হবে কটকে। ১৪ জুন তৃতীয় ম্যাচটি হবে বিশাখাপত্তনমে। ১৭ জুন রাজকোটে রয়েছে চতুর্থ ম্যাচ। শেষ ম্যাচ ১৯ জুন হবে বেঙ্গালুরুতে।